ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির নতুন অডিও-ভিজ্যুয়াল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির নতুন অডিও-ভিজ্যুয়াল

ঢাকা: এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখার লক্ষ্যে একটি জনসচেতনতামূলক অডিও-ভিজ্যুয়াল নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (৯ আগস্ট) গুলশানের নগর ভবনে মেয়র আতিকুল ইসলাম অডিও-ভিজ্যুয়ালটি উদ্বোধন করেন।

এসময় মেয়র বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। এ ধরনের অডিও-ভিজ্যুয়াল মানুষকে সচেতন করতে সহায়তা করবে। মনে রাখতে হবে, তিনদিনে একদিন জমা পানি ফেলে দিন। এটাই এডিস মশা নিয়ন্ত্রণের মূলমন্ত্র।

কার্টুনের মাধ্যমে নির্মিত অডিও-ভিজ্যুয়ালটিতে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ সিনেমার হীরক রাজা চরিত্রের ডায়ালগের অনুসরণ করা হয়েছে। প্রাথমিকভাবে অডিও-ভিজ্যুয়ালটি ডিএনসিসির ফেইসবুক ও ইউটিউবে রিলিজ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।