ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার তেঘর পাল পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে শাহীন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (০৯ আগস্ট) বেলা ১২টার দিকে রুপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শারারা পাড়ার আব্দুর রহিমের ছেলে।

নিহত শাহীনের ভাগ্নি জামাই সোহেল রানা বাংলানিউজকে জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে দুপুরে একটি অচেনা নাম্বারে ট্রেনে কাটা পড়ে আমার মামা শ্বশুরের মৃত্যুর খবর পাই।  

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বেলা ১২টায় জয়পুরহাট স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শাহীন নামে এক যুবকের মৃত্যু ঘটে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। নিহত ব্যক্তি কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।