ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গমাতার জন্মবার্ষিকী স্মরণে বাংলা একাডেমিতে দোয়া মাহফিল

ফিচার রিপোর্টার  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
বঙ্গমাতার জন্মবার্ষিকী স্মরণে বাংলা একাডেমিতে দোয়া মাহফিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা

ঢাকা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী স্মরণে বাংলা একাডেমিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীসহ একাডেমির পরিচালক, উপ-পরিচালক এবং অন্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মিলাদ ও দোয়া মাহফিলে ১৯৭৫-এর ১৫ই আগস্টে শাহাদাৎ-বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

গত ৮ আগস্ট শনিবার ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এইচএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।