ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

মধুপুর বন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, আগস্ট ৯, ২০২০
মধুপুর বন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

 

 

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর বনের অভ্যন্তর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে বনাঞ্চলের রসুলপুর বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জের পশ্চিমে বনের চিলমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় তার পরনে ফুলহাতা শার্ট ও লুঙ্গি ছিল।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বাংলানিউজকে জানান, বনের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় বন বিভাগের টহল দল। পরে ঘটনাস্থল থেকে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত হয়নি।

মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড না-কি আত্মহত্যা তা ময়নাতদন্তের পরই জানা যাবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।