ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালকিনিতে ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
কালকিনিতে ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে হালান সরদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হালান সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পশ্চিম টুবিয়া গ্রামের মোসলেম সরদারের ছেলে।  

জানা গেছে, ওই গ্রামের কবির হাওলাদারের পুরোনো বাড়ি ভেঙে নতুন করে নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। রোববার সকাল থেকে পুরোনো ভবন ভাঙার কাজ চলতে থাকে। দুপুরের দিকে  বাড়ির দ্বিতীয় তলার বারান্দার ছাদ ধসে চাপা পড়েন শ্রমিক হালান। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহাব মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ