ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পথচারী নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় তাহাজ্জদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার হাতিকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহাজ্জদ আলীর বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে বৃদ্ধ তাহাজ্জদ আলী হাতিকাটা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে তাহাজ্জদ আলী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাহাজ্জদ আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।