ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গার দর্শনায় বাসচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
চুয়াডাঙ্গার দর্শনায় বাসচাপায় ভ্যানচালক নিহত সড়ক দুর্ঘটনা। ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে ইউনিক পরিবহনের বাসের নীচে চাপা পড়ে সোহাগ (২৮) নামে এক পাখিভ্যানের (মোটরচালিত ভ্যান) চালক নিহত হয়েছেন।  

রোববার (০৯ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সোহাগ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সোহাগের ভ্যানের ইঞ্জিন নষ্ট হলে রাস্তার পাশে ইঞ্জিন মেরামত করছিল। এসময় জীবননগর থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস সোহাগকে চাপা দেয়। এতে  গুরুতর আহত হয় সে।  

পরে স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।