ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জসহ নতুন আক্রান্ত ১৬

ডিস্ট্রিকিট করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
মাগুরা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জসহ নতুন আক্রান্ত ১৬

 

মাগুরা: মাগুরায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মাগুরা ২৫০শয্যা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ রাম প্রসাদ কুন্ডু এবং তার স্ত্রীরও রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৬০ জনে।
           
মাগুরার সিভিল সার্জন ডা.প্রদীপ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় মাগুরা জেলায় নতুন করে ১৬ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।  

আর নতুন করে সুস্থও হয়েছেন ১৬ জন। মোট সুস্থতার সংখ্যা ৩৯৩ জন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ এ মারা গেছেন ১০ জন।  

মাগুরায় নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে আট জনই মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। মাগুরা পৌরসভার চার জন, শালিখা উপজেলার এক জন, শ্রীপুর উপজেলায় এক জন। এছাড়া ঝিনাইদহের এক জনের  ফলাফল পজেটিভ এসেছে।
 
আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে তিন জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরে পাঠানো হয়েছে ১৭ জনকে  এবং ১৩৭ জন আক্রান্তকে নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা সেবা  ও পরামর্শ দেওয়া হচ্ছে।

সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬২১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।