ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে ৮০ ট্রেনযাত্রীকে জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
ঈশ্বরদীতে ৮০ ট্রেনযাত্রীকে জরিমানা ছবি: প্রতীকী

পাবনা (ঈশ্বরদী): বিনা টিকিটের রেল ভ্রমণ করায় পাবনার ঈশ্বরদীতে ৮০জন যাত্রীকে জরিমানা করেছেনপাকশি বিভাগীয় বাণিজ্যিক দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (৮ আগস্ট) সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত পাকশি বিভাগীয় রেলওয়ের আওতায় ঈশ্বরদী-ঢাকা রেলরুটের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে ব্লকচেকে ওই যাত্রীদের জরিমানা করা হয়।

পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন পাকশি বিভাগীয় রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বরকতউল্লাহ আল আমিন শফিকুর রহমান, ইয়াসির আরাফাত, মেহেদী হোসেন খান, গোলাম কিবরিয়া, হালিমুজ্জামান, রবিউল ইসলাম, কামরুজ্জামান,আসাদুজ্জামান, প্রবীর কুমার, আব্দুস সালাম ও মেহেদী হাসান রাসেল গোলাম মোস্তফা।

ডিসিও ফুয়াদ হোসেন আনন্দ বাংলানিউজকে জানান, ঈদের ফিরতি যাত্রায় ঢাকা অভিমুখে পৌঁছাতে টিকিট ছাড়াই অতিরিক্ত যাত্রী ট্রেনে চড়ছেন। টিকিট ছাড়াই ট্রেনে চড়ার প্রবণতা বেড়েছে কিছু যাত্রীর। টিকিটবিহীন বেশিরভাগ যাত্রী মূলস্টেশন এলাকার বাইরে কিংবা মাঝ পথেই উঠছে। ঈশ্বরদী-ঢাকা রেলরুটের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে ঝটিকা অভিযান চালিয়ে ৬৭ হাজার ৫৬০ টাকা ভাড়া ও জরিমানা হয়।

রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক বাংলানিউজকে জানান, পাকশি বিভাগীয় রেলওয়ের ট্রেন ছেড়ে আসা স্টেশন থেকে টিকিটবিহীন কোনো যাত্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্ত বেশিরভাগই মাঝপথে ট্রেনে উঠে পড়ছে। এভাবে যারা আসছেন তাদের আমরা তাদের মধ্যবর্তী স্টেশনে ব্লকচেকের মাধ্যমে জরিমানাসহ শাস্তির আওতায় আনা হচ্ছে। তাছাড়া এসব অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া রয়েছে সব স্টেশনগুলোতে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।