ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কয়েদি পালানোর ঘটনায় তদন্তের প্রাথমিক কাজ শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
কয়েদি পালানোর ঘটনায় তদন্তের প্রাথমিক কাজ শেষ তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনার তদন্তের প্রাথমিক কার্যক্রম শেষ হয়েছে।

প্রথম দিনে তদন্ত শেষে শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারা ফটকে তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের তদন্ত কার্যক্রম চলছে। গুরুত্বপূর্ণ কোন তথ্য দেওয়া যাচ্ছে না। কারণ আমরা তদন্তের প্রাথমিক কার্যক্রম শেষ করেছি। বাকি কার্যক্রম খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন।

কর্নেল আবরার আরও বলেন, নতুন করে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি এ ব্যাপারে সুপারিশ করবে। আমরা তদন্ত করছি, এ ঘটনায় কারা দায়ী, কীভাবে পালিয়ে গেল—এগুলো বের করার চেষ্টা করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলার সুযোগ নেই।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় লকআপের সময় কেন্দ্রীয় কারাগার-২ থেকে নিখোঁজ হন যাজজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বক্কর সিদ্দিক। কারাগারে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। পরে শনিবার (৮ আগস্ট) সকালে তিন সদস্যের তদন্ত কমিটি কারাগারে পৌঁছে তদন্ত কাজ শুরু করে।

তিন সদস্যের এ কমিটির সদস্যরা হলেন—অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন, ডিআইজি প্রিজন মো. তৌহিদুল ইসলাম এবং মানিকগঞ্জ কারাগারের জেলার বিকাশ রায়হান।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বক্কর সিদ্দিক (৩৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চন্ডিপুর এলাকার তেথের আলী গাইনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার জাহানারা বেগম জানান, কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারে দায়িত্ব পালনের অবহেলায় ১২ জন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে ৭ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং ৫ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।