ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে বন্যার্তদের মধ্যে নৌ বাহিনীর ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
মুন্সিগঞ্জে বন্যার্তদের মধ্যে নৌ বাহিনীর ত্রাণ বিতরণ ত্রাণসামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বন্যা দুর্গত ৪টি গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করেছে নৌ বাহিনীর সদস্যরা।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ৫ শতাধিক বন্যার্তদের মধ্যে এ সহায়তা দেওয়া হয়।

 

উপজেলার দিঘিরপাড়, কামারখাড়া, হাসাইল-বানারি, পাঁচগাঁও গ্রামে ৫২০ প্যাকেট ত্রাণ দেওয়া হয়। ঢাকার নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের নৌবাহিনীর লে. কমান্ডার সোলায়মান কবির, স্টাফ লেফটেন্যান্ট রাশেদুল ইসলাম, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদারসহ নৌ-বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ