ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু পানিতে ডুবে মৃত্যু। ছবি: প্রতীকী

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মারুফ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (৮ আগস্ট) উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারুফ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
  
এলাকাবাসী জানায়, শুক্রবার (৭ আগস্ট) সকালে একই গ্রামে নানা মজিবর রহমানের বাড়িতে পরিবারের সবাই ঈদের দাওয়াত খেতে যায়। ওই দিন দুপুরে মারুফ সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর শনিবার সকাল ১০টায় বড়ভিটা পশ্চিমপাড়া হুসাইনিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। এসময় ওই মাদ্রাসার মাঠে কয়েকজন যুবক ফুটবল খেলতে গেলে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। এ সময় পরিবারের লোকজন পুকুর থেকে শিশু মারুফের মরদেহ উদ্ধার করেন।  
 
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম হারুন-অর-রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।