ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
খুলনায় ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত প্রতীকী ছবি

খুলনা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক চাপায় মৃত্যু হয়েছে ইমান আলী (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের।

শনিবার (০৮ আগস্ট) দুপুর পৌনে একটার দিকে আঙ্গারদোহা নামক স্থানে এই ঘটনা ঘটে।

ডুমুরিয়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হক জানান, ডুমুরিয়ার মিকশিমিল স্কুলের সাবেক শিক্ষক ইমান আলী শোলগাতিয়া বাজারে ওষুধের ব্যবসা করেন। খুলনা থেকে নিজের মোটরসাইকেলে শোলগাতিয়া ফিরছিলেন। মোটরসাইকেলটি আঙ্গারদোহা পৌঁছালে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ইমান আলী মারা যান। এসময় ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এই ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এমআরএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।