ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেছারাবাদে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
নেছারাবাদে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে খালের পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার কামারকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- ওই গ্রামের মো. রুহুল আমীনের মেয়ে মুন্নি আক্তার (৭) ও মো. দেলোয়ার হোসেনের ছেলে সাইমুন ইসলাম (৭)। মৃত দুই শিশু একই বাড়ির। তবে সাইমুনের বাড়ি উপজেলার  আউরিয়া গ্রামে। সে তার মায়ের সঙ্গে নানার বাড়ি কামারকাঠীতে থাকতো। মৃত দুই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে লেখা-পড়া করতো।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশে খেলা করা এক পর্যায়ে সবার অগোচরে পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে ডুবে যায় ওই দুই শিশু। পরে তাদের না দেখে খোঁজাখুঁজি করলে ওই খাল থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরান হেসেন মঞ্জু দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad