ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুকে হত্যার বিচারের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
বঙ্গবন্ধুকে হত্যার বিচারের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি মানববন্ধন/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: শোকের মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচারের পূর্ণাঙ্গ রায় কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় স্বাধীনতা পার্টি-জেএসপি নামে একটি সংগঠন।  

শনিবার (০৮ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বলা হয়, এই শোকের মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচারের পূর্ণাঙ্গ রায় কার্যকর এবং বাস্তবায়ন করার জোর দাবি জানাই। আমরা চাই, এই মুজিববর্ষেই সব খুনির বিচার হোক। যারা আত্মগোপনে আছে তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার করে দেশকে কলঙ্কমমুক্ত করা হোক।

জাতীয় স্বাধীনতা পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিতের সভাপতিত্বে মানববন্ধন আয়োজিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
ইএআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।