ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শীতলক্ষ্যার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
শীতলক্ষ্যার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপরে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি এখনো বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপরে রয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি এখনো বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপরে রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।

এর আগে দু’দিন ধরেই বিপৎসীমার উপরে রয়েছে শীতলক্ষ্যার পানি। তবে শনিবার থেকে পানি কমতে শুরু করবে বলে জানান তিনি।

এদিকে নদীর পানি বাড়ায় সংলগ্ন বন্দর ও নবীগঞ্জ ঘাট পানিতে তলিয়ে গেছে। ভাটার সময় পানি নেমে গেলেও জোয়ারের সময় পানি ঘাটে উঠে আসছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।