ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৯ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
৯ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু ফেরি চলাচল শুরু

মুন্সিগঞ্জ: নয় ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে পদ্মায় তীব্র স্রোতের কারণে শুক্রবার (৭ আগষ্ট) রাত ৮টার দিকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।


 
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, শনিবার ভোর ৫টার দিকে সাতটি ফেরি চালুর মাধ্যমে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।  

তিনি আরও জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় তেমন গাড়ি নেই। ভোরে ফেরি চালুর সময় একটি ফেরি চরে আটকে গিয়েছিল। পরে চর থেকে সরিয়ে এটি আবার গন্তব্যে যাত্রা শুরু করে। কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীদের ভিড় রয়েছে। বর্তমানে দু’টি ফেরিঘাট দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করছে ফেরিগুলো।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।