ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

এক বছরে ৭৫ হাজার ব্যাগ রক্ত সরবরাহ করেছে বাঁধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২১, আগস্ট ৮, ২০২০
এক বছরে ৭৫ হাজার ব্যাগ রক্ত সরবরাহ করেছে বাঁধন

ঢাকা: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ২০১৯ সালে ৭৪ হাজার ৮৪৬ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করেছে। ২০১৮ সালে ছিল ৬৮ হাজার ১২১ ব্যাগ।

এসব রক্ত বিনামূল্যে রোগীদের সরবরাহ করেছে সংগঠনটি। পাশাপাশি প্রায় এক লাখ ৯৯ হাজার ৯৭৪ জন মানুষকে রক্তের গ্রুপ জানিয়েছে।  

রক্তের পাশাপাশি কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে বাঁধন দেশের প্রায় ৩৬টি জেলায় ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে। এছাড়া দেশের প্রথম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্লাজমা সংগ্রহেও নেতৃত্ব দিচ্ছে বাঁধন।  

শুক্রবার (৭ আগস্ট) জুম মিটিংয়ে বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২০ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ২০২০-২১ সালের জন্য এক বছর মেয়াদী ৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। এছাড়া বিশেষ অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাঁধনের সভাপতি সনজিত কুমার। সঞ্চালনা করেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. জোনাহিদ চকদার এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রাজু দাস।

আরও বক্তব্য রাখেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ইশতিয়াক উদ্দিন আহমেদ ও বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিব আহমেদ।

সভায় জানানো হয়, বাঁধন সৃষ্টির মাধ্যমে সারাদেশে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরে লক্ষ্যে সহানুভূতিশীল সমাজ গঠন ও মানবতার অঙ্গীকার নিয়ে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। সারাদেশে ৫৩টি জেলার ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৩৬টি ইউনিট, ১২টি জোন এবং ৭টি পরিবার হয়ে কাজ করছে। এ পর্যন্ত এসব প্রতিষ্ঠান প্রায় ১০ লাখ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে। ২০ হাজারের বেশি বাঁধন কর্মী স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম ছাড়াও করোনা মোকাবিলায় প্লাজমা দানে মানুষকে উদ্বুদ্ধকরণে নিয়োজিত রয়েছে।  

কোভিড-১৯ এর কারণে সংগঠনের দায়িত্ব হস্তান্তর কিছুটা বিলম্বিত হয়েছে। অনুষ্ঠানে ৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে নতুন সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মশিউর রহমান সূর্য এবং সাধরণ সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। এছাড়া কেন্দ্রীয় উপদেষ্টা- বাঁধন কেন্দ্রীয় পরিষদের দায়িত্ব পেয়েছেন সাহানোয়ার সাইদ শাহীন।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এমআইএস/এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।