ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৪ তাবলিগ সদস্যকে বেনাপোল দিয়ে ফেরত পাঠালো ভারত

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
১৪ তাবলিগ সদস্যকে বেনাপোল দিয়ে ফেরত পাঠালো ভারত

বেনাপোল (যশোর): ভারতে আটক ২৬৫ জন বাংলাদেশি তাবলিগ জামাত সদস্যের মধ্যে ১৪ জনকে ৪০ দিন কারাভোগ শেষে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ২৬৫ জন তাবলিগ জামাত সদস্য ভারতে যান। এসময় ভারতে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় তাদের বিরুদ্ধে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর অভিযোগ এনে বিভিন্ন সময় আটক করে ভারতীয় পুলিশ। এর ১৪ মধ্যে জন ছাড়া পেয়ে দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান বলেন, ফেরত আসা তাবলিগ সদস্যরা করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য ইমিগ্রেশন মেডিক্যাল অফিসে পাঠানো হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার হাবিবুর রহমান জানান, ফেরত আসা তাবলীগ সদস্যদের প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। দীর্ঘদিন তারা ভারতের বিভিন্ন অঞ্চলে গণজামায়াতে অংশ নিয়েছেন, কিছুদিন জেলেও থাকতে হয়েছে। তাই তাদের যশোরের গাজীর দরগায় ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শঙ্কামুক্ত হলে পরবর্তী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।