ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় মারা গেলেন বিয়ানীবাজারের প্যানেল মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
করোনায় মারা গেলেন বিয়ানীবাজারের প্যানেল মেয়র

সিলেট: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোশনা বেগমের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টায় সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুক্কুর এ তথ্য নিশ্চিত করে বলেন, প্যানেল মেয়র রোশনা বেগম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনার পাশাপাশি তিনি হৃদরোগ ও কিডনি রোগে ভুগছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, ঈদের পরদিন (২ আগস্ট) তিনি অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হলে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়৷

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৫২ জন মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১১২ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৩ জন।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ