ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ বাংলানিউজ ফাইল ছবি

মুন্সিগঞ্জ: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।  

শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

এই নৌরুটে দু’টি ফেরিঘাট দিয়ে তিনটি রো রো ফেরিসহ মোট আটটি ফেরি চলাচল করছিল।  

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বাংলানিউজকে বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিকভাবে সামনে এগিয়ে যেতে পারে না। চ্যানেলে প্রবেশের সময় ফেরিগুলো নির্দিষ্ট নৌরুট থেকে ছিটকে দূরে সরে যায়। ফলে স্বাভাবিক সময়ের থেকে তিনগুণ বেশি সময় লাগে ঘাটে পৌঁছাতে। এর জন্য দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়।  

তিনি আরও বলেন, সকাল থেকেই দুই নম্বর ফেরিঘাটটি সচল হওয়ায় পরিস্থিতি কিছুটা ভাল ছিল। ১৭টি ফেরির মধ্যে চালু ছিল আটটি ফেরি। গত এক মাস ধরেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।