ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
হাতিয়ায় পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু  প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ডুবে জলি রাণী দাস (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

রাণী দাস একই গ্রামের বিশ্বরূপ দাসের স্ত্রী।

স্থানীয়রা জানান, পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে রাণী দাসের ঘরে পানি উঠে গেছে। তাই সকালে নিজ বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে মৃগী রোগের কারণে খিঁচুরি উঠে পানিতে পড়ে ডুবে যান রাণী দাস। পরে অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশে পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।  

সুখচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, ধর্মীয় নিয়মানুযায়ী মরদেহ সৎকার করা হয়েছে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, পানিতে ডুবে গৃহবধূর মৃত্যুর বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি খোঁজখবর নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।