ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
যশোরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

যশোর: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে যশোরে উদ্বোধন হয়েছে বিট পুলিশিং কার্যালয়।  

শুক্রবার (০৭ আগস্ট) সন্ধ্যায় যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খড়কি স্টেডিয়াম পাড়া এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করেন যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

 

কোতয়ালী মডেল থানার কমিউনিটি পুলিশিং অ্যান্ড ইন্টটিলিজেন্টের পুলিশ পরিদর্শক সুমন ভক্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মিজানুর রহমান মৃধা, ৫ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি শফিকুজ্জামান, সহ-সভাপতি এসএএম বদরুদোজ্জা বদর, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ লিন্টু।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
ইউজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ