ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাউখালীতে ফেনসিডিলসহ এক ব্যক্তি গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
কাউখালীতে ফেনসিডিলসহ এক ব্যক্তি গ্রেফতার  আটক নয়ন

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ রফিকুল ইসলাম নয়ন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বরিশাল র‍্যাব-৮।

নয়ন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের খান মো. মোতাহার হোসেনের ছেলে।  
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে পিরোজপুরের কাউখালীর স্টিমারঘাট এলাকা থেকে রফিকুল ইসলাম নয়নকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ৫০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কাউখালী থানায় আটক ওই ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

নয়ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) স্টিমার শাখার এমবি টার্নের দ্বিতীয় মাস্টার (চালক) হিসেবে চাকরি করেন। তিনি কাউখালী সদরের কলেজপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।