ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাউখালীতে ঢাকাগামী লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়ায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
কাউখালীতে ঢাকাগামী লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়ায় জরিমানা

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে ঢাকাগামী লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছাড়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

স্থানীয়রা জানান, পূবালী-৭ লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মঠবাড়িয়া থেকে ছেড়ে আসে। লঞ্চটি কাউখালী লঞ্চ টার্মিনালে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের সহায়তায় লঞ্চটি আটক করে। পরে লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লঞ্চটিকে ১০ হাজার টাকা জরিমানা করে ও অতিরিক্ত যাত্রী নামিয়ে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা বাংলানিউজকে জানান, দুর্ঘটনা এড়াতে লঞ্চটি থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে জরিমানা করে ঢাকার উদ্দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।