ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

আটোয়ারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, আগস্ট ৭, ২০২০
আটোয়ারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরে ডুবে আরমান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে শিশুটি বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়।

আরমান ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার কুদরতের ছেলে।

স্বজনদের বরাত দিনে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জানান, মা-বাবার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল আরমান। শুক্রবার বিকেলে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি একপর্যায়ে পুকুরে মৃত অবস্থায় ভাসতে দেখে। এর তার পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।