ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, আগস্ট ৭, ২০২০
বাগেরহাটে আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ত্রাণসামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে বাগেরহাট অফিসার্স ক্লাবে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা গভর্নর নজরুল ইসলাম শিকদার।

লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের প্রেসিডেন্ট রিজিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- লায়ন্স ডা. শাহানা রাজ্জাক, এমএ মতিন খান, কায়কোবাদ মোহাম্মাদ শরিফুল ইসলাম প্রমুখ।  

এসময় ভাইস প্রেসিডেন্ট আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক মনি মল্লিক, জয়েন্ট সেক্রেটারি শিল্পি আক্তার, ট্রেজারার শার্মিন খান, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন মীরু, সরদার ইনজামামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় আম্পানে ক্ষতিগ্রস্ত বাগেরহাট জেলার ২শ ক্ষতিগ্রস্তকে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা,  আগস্ট ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।