ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুড়িগঙ্গায় পানি বেড়ে ডুবেছে ফেরিঘাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
বুড়িগঙ্গায় পানি বেড়ে ডুবেছে ফেরিঘাট বক্তাবলী ফেরিঘাট

নারায়ণগঞ্জ: বুড়িগঙ্গা নদীর পানি বেড়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ফেরিঘাট ডুবে গেছে। এতে ফেরি পারাপার হওয়া যানবাহনগুলো চরম ভোগান্তিতে পড়েছে।

 

শুক্রবার (৭ আগস্ট) সরেজমিনে বক্তাবলী ফেরিঘাট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া ফেরিতে পারাপার হওয়া সাধারণ মানুষও পড়েছেন বিপাকে।  

নদীর পানি বাড়ায় ফেরিঘাট এলাকা পুরোটা পানির নিচে ডুবে গেছে। আরেকটু পানি বাড়লে ফেরি চলাচল হয়তো বন্ধ ঘোষণা করা হতে পারে।  

ফেরিতে পারাপার হওয়া ট্রাকের চালক আব্দুল্লাহ বলেন, ফেরিঘাট পানিতে ডুবে যাওয়ায় আমাদের পারাপারে নানা সমস্যা হচ্ছে। পারাপারে ঝুঁকি বাড়ছে। এতে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

ফেরিঘাটের পাশের দোকানদার আলতাফ হোসেন জানান, পানি অনেক নিচে থাকে এ ফেরিঘাটের। দু’দিন ধরে পানি বাড়ার ফলে ফেরিঘাট ডুবে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ফেরিঘাট পারাপার হওয়া সাধারণ মানুষ।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।