ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারডুবি, ২০ জেলে উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারডুবি, ২০ জেলে উদ্ধার

বরগুনা: সুন্দররবন সংলগ্ন কচিখালীর লাশমি এলাকায় ঝড়ের কবলে পড়ে ‘এফবি সিমা-২’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। প্রায় ১৮ ঘণ্টা পর শুক্রবার (০৭ আগস্ট) সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় ২০ জেলেকে উদ্ধার করা হয়।

তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।  

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, সুন্দরবন সংলগ্ন কচিখালীর পঞ্চিমে লাশমি এলাকায় ঝড়ের কবলে আনছার খানের মালিকানা এফবি সিমা-২ ট্রলারের ২০ জেলে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল। এমন সময় পাশেই থাকা এফবি বশির ট্রলারের মাঝি ইব্রাহিম মাঝিসহ জেলেদের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের ২০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করতে পারলেও ট্রলারটি উদ্ধার করতে পারেনি। উদ্ধার হওয়া ২০ জেলে শারীরিক অসুস্থ থাকায় সাগরে বসেই তাদের গরম পানি গরম কাপড় দিয়ে সুস্থ করছেন উদ্ধারকৃত জেলেরা।

মোস্তফা চৌধুরী আরও জানান, উদ্ধারকৃত জেলেদের ফিরিয়ে আনতে দুটি ট্রলার পাঠানো হয়েছে।

এদিকে, কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, আমরা খবর শুনিছি, সকালেই আমাদের টিম উদ্ধার অভিযানে নেমেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।