ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নড়াইলে করোনা উপসর্গ নিয়ে কমিউনিটি মেডিক্যাল অফিসারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
নড়াইলে করোনা উপসর্গ নিয়ে কমিউনিটি মেডিক্যাল অফিসারের মৃত্যু ...

নড়াইল: করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর উপজেলার গোবরা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ইয়ানুর হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, ইয়ানুর গত কয়েকদিন শ্বাসকষ্ট, জ্বর ও গলা ব্যাথাসহ করোনার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি নড়াইল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।