ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড্ডায় নদীতে নিখোঁজ আইটি ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
বাড্ডায় নদীতে নিখোঁজ আইটি ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার ইউসুফ জামিল তারিকুল

ঢাকা: রাজধানীর বাড্ডা বেরাইদ বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পরদিন ইউসুফ জামিল তারিকুল (২৪) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারিকুলসহ তিন বন্ধু বাড্ডা এলাকায়  নদীতে গোসল করতে নামেন। এ সময় এক পার থেকে সাঁতরে অন্য পারে যাচ্ছিলেন তারা। একপর্যায়ে অন্য দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও প্রচণ্ড স্রোতের কারণে তারিকুল ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তারিকুলের সন্ধান পায়নি। পরে শুক্রবার সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

তারিকুল একটি বেসরকারি টেলিভিশনে আইটি সেকশনে চাকরি করতেন। পরিবারের সঙ্গে বড় ভূঁইয়া পাড়ায় থাকতেন তিনি। তার বাবার নাম আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
এজেডএস/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।