ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হোটেলে জুয়ার আসর, ৬ জুয়াড়িকে জরিমানা

শরীফ সুমন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
হোটেলে জুয়ার আসর, ৬ জুয়াড়িকে জরিমানা ছবি: প্রতীকী

বান্দরবান: বান্দরবানে ৬ জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে জেলার লামা পৌরসভা এলাকার সোনালী ব্যাংক ভবনের নিচতলায় হোটেল প্রিজনে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশ।

এ সময় জুয়ার আসর থেকে লামা পৌরসভার নয়া পাড়া এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে ফারুক হোসেন (৩৫), চাম্পাতলী এলাকার ওয়াহেদ আলীর ছেলে হেদায়েত উল্লাহ (৪০), টিটিএন্ডডিসি এলাকার জাফর আলীর ছেলে নুর জামাল (৩৩), নয়া পাড়া এলাকার জাফর আলীর ছেলে সাহাব উদ্দিন (৩৮) বমু বিলছড়ি এলাকার নুরুল কবিরের ছেলে নুর মোহাম্মদ (৪০) ও নয়া পাড়া এলাকার আতর আলীর ছেলে আলী কে আটক করা হয়। পরে  ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।

বান্দরবানের লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, লামা বাজারে আবাসিক হোটেল প্রিজনে লামা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এর নেতৃত্বে  পরিচালনা করা হয় এবং এসময় জুয়া খেলার অপরাধে ৬ জনকে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।