ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিখোঁজ কয়েদির সন্ধানে অভিযান চলছে: আইজি প্রিজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
নিখোঁজ কয়েদির সন্ধানে অভিযান চলছে: আইজি প্রিজন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা, ফাইল ফটো

ঢাকা: আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা বলেছেন, কাশিমপুরে নিখোঁজ ওই কয়েদিকে এখনও পাওয়া যায়নি। তার সন্ধানে অভিযান চলছে।

এ ব্যাপারে কেউ দায়িত্ব অবহেলা করলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কয়েদি নিখোঁজ হওয়ার পর শুক্রবার (০৭ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তিনি এ কথা বলেন।

আইজি প্রিজন বলেন, এ বন্দি আগেও একবার কারাগারের ভেতরে লুকিয়ে ছিলেন। পরে তাকে পাওয়া গেছে। কয়েদি নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা পুলিশকে অবগত করেছি। এখনও কারাগারের ভেতরে অনুসন্ধান চলছে।

এক প্রশ্নের জবাবে মোস্তফা কামাল পাশা বলেন, তিনি পালিয়েও যেতে পারেন। এটাও হয়ে থাকতে পারে।

** কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নিখোঁজ

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।