ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে লঞ্চ থেকে পড়ে যাওয়া তিন যাত্রী উদ্ধার

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
বরিশালে লঞ্চ থেকে পড়ে যাওয়া তিন যাত্রী উদ্ধার

বরিশাল: বরিশাল নৌ-বন্দরে ঢাকাগামী লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে যাওয়া দুই যাত্রীকে উদ্ধার করেছে আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া যাত্রীরা হলেন-নগরীর নথুল্লাবাদ এলাকার মো. রহিমের ছেলে মো. রাসেল (৩৫) ও বরগুনার তালতলী উপজেলার মো. মোসলেমের ছেলে আবুল হোসেন (৫৫)।  

ঈদ উল আজহা উপলক্ষে নৌ-বন্দরে বিশেষ দায়িত্বে থাকা আনসারের পিসি মো. রফিকুল ইসলাম মোশারেফ’র নেতৃত্বে ওই দলটি তাদের উদ্ধার করেন।

এ দলের অপর সদস্যরা হলেন এপিসি মাহমুদুল হাসান সোহাগ, এপিসিরাজিব সিংহ, সদস্য আবুল হাসান, হাসান মোল্লা, মো. সাইফুল ইসলাম, মো. টিটু ও নারী সদস্য জান্নাতুল ফেরদৌস।

পিসি রফিকুল ইসলাম মোশারেফ জানান, ওই যাত্রীরা সুন্দরবন-১০ উঠতে গিয়েছিল। যাত্রীদের ভিড়ের কারণে ধাক্কাধাক্কিতে ওই তিন যাত্রী নদীতে পড়ে। এ সময় তারা নদীতে পড়ে হাবু-ডুবু খাওয়া যাত্রীদের উদ্দেশ্যে লাইফ জ্যাকেট ও রশি ছুড়ে দেন। যাত্রীরা লাইফ জ্যাকেট ধরে ভেসে থেকে রশি ধরে। পরে তাদের টেনে উপরে তোলা হয়। যাত্রীদের এ উদ্ধার কাজে আনসার সদস্যদের সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেছে।

বাংলা‌দেশ সময়: ০৫৩৩ ঘন্টা, আগস্ট ০৭, ২০২০
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।