ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সোবহান মেম্বার বাড়ী গ্রামের প্রবাসী আবদুল মালেক মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।  

বুধবার (৫ আগস্ট) দিনগত রাতে ওই বাড়ি থেকে ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করেছে।

এসময় ডাকাত দলের হামলায় ফখরুল ইসলাম বোরহান (২৪) নামের এক যুবক আহত হয়েছে।  

খবর পেয়ে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার (৬ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করেছেন,

আবদুল মালেক মিয়া জানান, অস্ত্রসহ মুখোশ পরা ১০-১২ জনের একটি ডাকাত দল তার বাড়ির ছাদের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।  

এ সময় মালেকের যুক্তরাষ্ট্র প্রবাসীর ভাতিজী নুসরাত জাহানের ভিসা কার্ড, ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬ হাজার টাকা, ১টি মোবাইল সেট ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
 
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
এসই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।