ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
ফুলবাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ছবি- প্রতীকী

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মেসোর বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিলয় চন্দ্র মোহন্ত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিলয় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বানিয়াপাড়া গ্রামের জগদীশ চন্দ্র মোহন্তের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পরিবারের সঙ্গে কুটিচন্দ্রখানা গ্রামে মেসো মিলন চন্দ্রের বাড়ি বেড়াতে যায় নিলয় চন্দ্র। বৃহস্পতিবার বিকেলে উঠানে খেলতে থাকার এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায় সে। স্থানীয়রা তা দেখতে পেয়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় পানিতে ডুবে নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদশে সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এফইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।