ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
লেবাননে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের আগ মুহূর্তের ছবি

ঢাকা: লেবাননের রাজধানী বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) হতাহতদের স্বজনদের সান্তনা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী ড. হাসান দিয়াবকে একটি শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈরুতের বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকার ও আমার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। স্বজন হারানোর পরিবারের সদস্যদের কাছে আমার সমবেদনা পৌঁছে দেওয়ার অনুরোধ করছি।

দেশটির প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

লেবাননের এই জাতীয় সংকটে বাংলাদেশের জনগণ ও সরকার পাশে থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে চারজন বাংলাদেশের নাগরিক নিহত এবং ৭৮ জন আহত হওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।  

এ বিস্ফোরণে জাতিসংঘের শান্তিমিশনে থাকা বাংলাদেশ নৌ-বাহিনীর ২১ সদস্য আহত হওয়ার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।