ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মদনে নৌকাডুবে নিহত ১৮ জনের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
মদনে নৌকাডুবে নিহত ১৮ জনের দাফন সম্পন্ন মদনে নৌকাডুবে নিহত ১৮ জনের দাফন সম্পন্ন

নেত্রকোনা: নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী রাজালীকান্দা হাওরে নৌকাডুবে নিহত ১৮ জনের দাফন সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টায় ময়মনসিংহ সদরের কোনাপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পাশের কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, আশপাশের এলাকার হাজারও মানুষ অংশ নেন। রাত থেকেই বিভিন্ন এলাকার মানুষ মরদেহ দেখার জন্য চরাঞ্চলে ছুটে আসেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

>>>নেত্রকোনায় নৌকাডুবি: ১৭ জনের মরদেহ উদ্ধার
 
এদিকে, কোনাপাড়া গ্রামের মাদরাসা শিক্ষক হাফেজ রাকিবুল হাসান এখনও নিখোঁজ আছেন। তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি।  

ছেলে রাকিবুলের মরদেহ না পেয়ে বৃদ্ধা মায়ের আহাজারি থামছে না কিছুতেই। মা রাবেয়া বেগম বলেন, ‘এই জীবনে কী আর আমার ছেলের মরদেহ দেখে যেতে পারবো না। সবার মরদেহ বাড়িতে আসলেও আমার ছেলে রাকিবুলের মরদেহ কেন আসলো না’।

বুধবার (০৭ জুলাই) দুপুরে মদনের গোবিন্দশ্রী রাজালীকান্দা এলাকায় ইঞ্জিন চালিত নৌকাডুবে ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের কোনাপাড়া ও চরখরিচা গ্রামের ১৮ জন মারা যান।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।