ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ২

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ২ ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে শিমুল (২৭) ও একই গ্রামের শিবু ঘোষের ছেলে চিত্ত ঘোষ (২২)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বড় আঁচড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ শিমুল ও চিত্তকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।