ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লেবাননে বিস্ফোরণে ৪ বাংলাদেশির মৃত্যু, আহত ৯৯

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
লেবাননে বিস্ফোরণে ৪ বাংলাদেশির মৃত্যু, আহত ৯৯ ছবি: সংগৃহীত

ঢাকা: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৯ জন বাংলাদেশি।

আহতদের মধ্যে বাংলাদেশ নৌ বাহিনীর সদস্য রয়েছেন ২১ জন।  

বুধবার ( ৫ আগস্ট) লেবাননের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান ও রাসেল। মাদারিপুরের মিজানুর রহমান ও কুমিল্লার রেজাউল। এছাড়া আহত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের ২১ জন সদস্য।

বিস্ফোরণে আহত ৯৯ জনের মধ্যে প্রবাসী বাংলাদেশি ৭৮ জন। আর নৌ বাহিনীর ২১ জন। তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বাংলাদেশ দূতাবাস।

এদিকে লেবাননে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হেল্পলাইন চালু করেছে সেখানের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের হতাহতের খবর জানাতে হেল্পলাইনে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় প্রায় শতাধিক নিহত এবং ৪ হাজার লোক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন>
বৈরুত বিস্ফোরণ: আরও ১ বাংলাদেশির মৃত্যু, আহত ৬০

বৈরুতে বিস্ফোরণ: বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন চালু
বৈরুত বিস্ফোরণ: ২ বাংলাদেশি নিহত

লেবাননে নিহত রনির মায়ের আর্তনাদে ভারী ভাদেশ্বরা গ্রাম

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
টিআর/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।