ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ‘১৯৭১ আমার মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
রাজশাহীতে ‘১৯৭১ আমার মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন  রাজশাহীতে ‘১৯৭১ আমার মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন 

রাজশাহী: রাজশাহীতে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল রচিত ‘১৯৭১ আমার মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরভবনে মেয়রের দপ্তরে বইটির মোড়ক উম্মোচন করা হয়।

 

এসময় আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে এ বই প্রকাশ করায় লেখক মোহাম্মদ আলী কামালের প্রতি কৃতজ্ঞতা জানান খায়রুজ্জামান লিটন।  

করোনা পরিস্থিতির কারণে সংক্ষেপে শেষ করা হয় মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এ সময় লেখক মোহাম্মদ আলী কামালের সঙ্গে তার স্ত্রী ইফফাত আরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এসএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।