ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সরকারের লোগো

ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি।

বুধবার (০৫ আগস্ট) ফেসবুকে এ নিয়ে অনেকেই এ সংক্রান্ত তথ্য প্রচার করছেন, যাতে বলা হচ্ছে, মেম্বারদের এসএসসি পাস এবং চেয়ারম্যানদের এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। যা নিয়ে জনপ্রতিনিধিসহ অনেকের মধ্যে প্রশ্নের উদ্রেক ঘটেছে।

তবে রাতে স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জানিয়েছেন, চেয়ারম্যান এবং মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি নিতান্তই একটি গুজব। এ ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের সূত্র দিয়ে স্ট্যাটাস দেওয়া হচ্ছে। আসলে এ নিয়ে স্থানীয় সরকার বিভাগে কোনো সিদ্ধান্ত নেই।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।