ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দৌলতপুরে পানিতে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
দৌলতপুরে পানিতে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডিঙি নৌকাডুবে সেলিনা খাতুন (৩০) ও সিয়াম (১১) নামে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার রসুল মণ্ডলের স্ত্রী সেলিনা খাতুন (৩০) ও বড় ছেলে সিয়াম (১১)। এ ঘটনায় নৌকায় থাকা রসুল মণ্ডল (৬২) ও ছোট ছেলে সাগর (৯) প্রাণে বেঁচে যান।

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, ছোট ডিঙি নৌকায় চড়ে চারজন পদ্মার চরের তালতলা ঘাট থেকে সোনাতলা সাহেবনগর এলাকা যাওয়ার সময় সাহেবনগরের তীব্র  স্রোতে ডিঙি নৌকাটি ডুবে যায়। এসময় রসুল মণ্ডল তার ছোট ছেলে সাগরকে নিয়ে সাঁতরিয়ে তীরে উঠলেও পানিতে ডুবে মারা যান সেলিনা খাতুন ও তার বড় ছেলে সিয়াম। পরে স্থানীয়রা তাদের দুইজনের মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, দুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তামান্না (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।

মৃত তামান্না আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং ধর্মদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।