ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, আগস্ট ৫, ২০২০
ফতুল্লায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুকুর থেকে কবির হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদহেটি শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত কবির হোসেন কায়েমপুর বটতলা এলাকার মৃত. আব্দুস সালামের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে খবর পেয়ে কায়েমপুর বটতলা এলাকার চার পাখি (বিঘা) নামে এক পুকুর থেকে ভাসমান অবস্থায় কবির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছে কবির হোসেন হার্টের সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গরুর জন্য পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে সেখানে হার্ট অ্যাটাক করেছেন। পরে দুইদিন পর মরদেহ পানিতে ভেসে উঠেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।