ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে মোটরসাইকেলে বোমাসদৃশ্য বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
সিলেটে মোটরসাইকেলে বোমাসদৃশ্য বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

সিলেট: মোটরসাইকেলে বোমাসদৃশ্য ডিভাইস থাকায় সিলেট নগরের চৌহাট্টায় এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সেইসঙ্গে নগরের জিন্দাবাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বুধবার (৫ আস্ট) সন্ধ্যায় চৌহাট্টা এলাকার সিংহবাড়ির পাশে (পূর্বের পুলিশ চেকপোস্টের সামনে) দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এ ডিভাইস দেখে তাদেরও সন্দেহ হয়।

পরে মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জায়গাটিতে ফিতা টেনে ঘিরে রাখেছেন। ওই সড়কে যান চলাচলও বন্ধ করে দেন।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বলেন, ঘটনাস্থলের আশপাশে যথেষ্ট পুলিশ ফোর্স রয়েছে। আশঙ্কা থেকেই একটি মোটরসাইকেলে ডিভাইসটি উদ্ধারে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে পারে এমন শঙ্কায় পুলিশ সারাদেশের মতো সিলেটেও তৎপর রয়েছে। ডিভাইসসহ মোটরসাইকেলটি এরকম কেউ ফেলে গেছে কি না, তা এখনই বলা যাবে না।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।