ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শীতলক্ষ্যায় পানি বেড়ে ডুবেছে ঘাট সংলগ্ন বাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
শীতলক্ষ্যায় পানি বেড়ে ডুবেছে ঘাট সংলগ্ন বাজার

নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যায় নদীর পানি বাড়ায় নারায়ণগঞ্জের বন্দরের ঘাট সংলগ্ন বাজার ও ঘাট ডুবতে শুরু করেছে।  

বুধবার (৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বন্দর ঘাটে নদীর পানিতে বাজারের অনেকাংশে পানি প্রবেশ করেছে।

এতে নদী পার হওয়া সাধারণ মানুষ এবং বাজারে বেচাকেনা করতে আসা ক্রেতা ও দোকানদাররা বিপাকে পড়েছেন।  

সকালে পানি কিছুটা কম থাকলেও বিকেলের পর থেকে বাড়তে শুরু করেছে নদীর পানি। এতে বাজারেও পানি বাড়ছে।  

এ পথে যাতায়াত করা মেহেদী হাসান সজীব জানান, গতকাল পানি ঘাটের কাছাকাছি ছিল। আজ পানি ঘাট পেরিয়ে বাজারেও প্রবেশ করেছে। প্রতিনিয়ত বাড়ছে। নদীর পানির বাড়ার ফলে তলাতে শুরু করেছে আশপাশের এলাকা।  

বন্দর ঘাটের ইনচার্জ দিদার খন্দকার বলেন, নদীতে পানি বাড়ার কারণে ঘাটে পানি এসেছে। সকাল থেকেই ঘাটে পানি উঠতে শুরু করে। বিকেলের পর জোয়ারে পানি আরো বেড়েছে। এভাবে পানি বাড়তে থাকলে ঘাটের আশপাশের এলাকায় রাতের মধ্যেই পানি প্রবেশ করবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।