ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নৌকা ডুবে ১৭ শিক্ষার্থীর মৃত্যুতে আইম্মা পরিষদের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
নৌকা ডুবে ১৭ শিক্ষার্থীর মৃত্যুতে আইম্মা পরিষদের শোক প্রতীকী

ঢাকা: নেত্রকোনার মদনে হাওরে বেড়াতে গিয়ে ট্রলার ডুবে কওমি মাদরাসার ১৭ জন শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারি জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান।

বুধবার (৫ আগস্ট) এক শোক বিবৃতিতে নেতারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা বলেন, এ দুর্ঘটনা খুবই মর্মস্পর্শী। এতে মাদরাসার ১৭ জন শিক্ষক ও ছাত্রের প্রাণহানির ঘটনায় অপূরণীয় ক্ষতি সাধিত হলো। মহান রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিয়ে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad