ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চোরাই ট্রলি গাড়িসহ চোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
চোরাই ট্রলি গাড়িসহ চোর আটক চোরাই ট্রলি গাড়িসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ

বরিশাল: বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চোরাই ট্রলি গাড়িসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

আটক রবি হাওলাদার (২১) ঝালকাঠী জেলার কিফাইতনগর এলাকার মৃত ওবায়দুল হাওলাদারের ছেলে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসান হয়। এ সময় ঝালকাঠীর দিক থেকে বরিশালের দিকে একটি ট্রলি গাড়ি যেতে চাইলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। প্রথমে চালক গাড়িটি নিজের দাবি করেন। পরে এসআই রাজীব চন্দ্র দে ও তার সঙ্গীয় ফোর্স তাকে থানায় নিয়ে গেলে গাড়িটি চুরি করার কথা স্বীকার করেন চালক।

আটক যুবক ও চোরাই ট্রলি গাড়িটি ঝালকাঠী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।