ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মান্দায় নৌকাডুবে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
মান্দায় নৌকাডুবে একজনের মৃত্যু ফাইল ফটো

নওগাঁ: নওগাঁর মান্দায় নৌকাডুবে আব্দুল মজিদ (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই রইজ উদ্দিন (৫৫) নিখোঁজ রয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুর ২টায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের চককসবা বিলে এ দুর্ঘটনা ঘটে। আবদুল মজিদ উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকদেবীরাম গ্রামের শরবতুল্যা ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার (৫ আগস্ট) দুপুর ২টায় চকদেবীরাম গ্ৰামের কয়েক জন মিলে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর যাচ্ছিলেন। এসময় চককসবা বিলে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন কয়েক জনকে উদ্ধার করলেও আব্দুল মজিদ ও রইজ উদ্দিন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা আব্দুল মজিদের মরদেহ উদ্ধার করলেও রইজকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন আব্দুল মজিদ নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রইছ উদ্দিনের মরদেহ উদ্ধারে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।