ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে পৃথক ঘটনায় দু’ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
বরিশালে পৃথক  ঘটনায় দু’ জনের মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অশোক সমদ্দার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (০৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অশোক আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নতুন আস্কর কালীবাড়ি গ্রামের অনিল সমদ্দারের ছেলে। সকালে অশোক পানির ট্যাংক পরিষ্কার করার ঘরের টিনের চালায় উঠলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা অশোককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রাহিমা বেগম (৬৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের পূর্ব রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাহিমা বাবুগঞ্জ উপজেলার পূর্ব রাকুদিয়া গ্রামের মৃত মোতালেব হাওলাদারের স্ত্রী।

মৃত রাহিমার স্বজনরা জানিয়েছেন, ওই দিন সন্ধ্যায় রাহিমাকে সাপে কামড় দিলে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।